অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত থার্মাল চেকিং চলছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের গোপীবল্লভপুর বাজারের সমস্ত দোকানদারদের। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে পুলিশ, ব্লক প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা। সেইমতো গোপীবল্লভপুর বাজার এলাকায় চলছে থার্মাল চেকিং। এদিন গোপীবল্লবপুর রুরাল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা থার্মাল স্ক্যানার দিয়ে প্রতিটি দোকানে গিয়ে পরীক্ষা করছেন করোনা ভাইরাসের কোনো রকম উপসর্গ আছে কি না।


