আমাদের ভারত, ১১ নভেম্বর: তৃণমূলের এসআইআর-বিরোধিতাকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি এক্সবার্তায় লিখেছেন, “এবারও ডেরেক আর সাগরিকার হাউ হাউ চিৎকারে কিছু হবে না। এসআইআর হবে, বাংলাদেশি মুসলমান ঘুসপেটরা বাদ যাবে।”
তিনি লিখেছেন, “মনে পড়ে, যখন নোটবন্দি হয়েছিল তখন আমাদের মুখ্যমন্ত্রী থেকে রাহুল বাবা পর্যন্ত সবাই হাউ হাউ করে কেঁদেছিল! তাতে কী হল? যথারীতি নতুন নোট চালু হয়ে গেল!
প্রায় দশ কোটি লোকের রাজ্যে মানুষ মারা যাচ্ছে কিসে? সবাই মারা যাচ্ছে এসআইআর-আতঙ্কে, তার মধ্যে এক পঁচানব্বই বছরের বৃদ্ধও আছেন!
চৌদ্দ দিনে সতেরো জন মারা গেছেন, এর চেয়ে ভয়াবহ আর কী হতে পারে?”

