আমাদের ভারত, ২২ নভেম্বর: হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না, বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হিংসা পরবর্তী সময়ে মণিপুরের এক জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলতে শোনা গেছে তাঁকে। তাঁর কথায়, হিন্দু সমাজ বিশ্বকে টিকিয়ে রাখার মূল কেন্দ্রবিন্দু। হিন্দু সমাজ অমর।
ভাগবত বলেন, পৃথিবীর প্রতিটি জাতি নানা ধরনের পরিস্থিতি দেখেছে। গ্রিস, মিশন, রোমের মতো বহু সভ্যতা পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে যার ফলে আমরা এখনো টিকে আছি। ভারতবর্ষ এক অমর সভ্যতার নাম। আমরা আমাদের সমাজে এমন এক নেটওয়ার্ক তৈরি করেছি যার মধ্যে হিন্দুরা সবসময়ে সেখানে থাকবে। হিন্দুরা যদি অস্তিত্ব হারিয়ে ফেলে তবে পৃথিবী অস্তিত্বহীন হয়ে যাবে।
গত ২০ নভেম্বর মণিপুরে এসেছেন মোহন ভাগবত। ২০২৩ সালের মে মাস শুরু হওয়ার মেইতি কুকি সংঘর্ষে ২৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া। দীর্ঘ বিতর্কের পর কিছু দিন আগে মণিপুরে পা রেখেছিলেন মোদীও। চুরিচাঁদপুরের জনসভায় উপস্থিত হয়ে হিংসা থামিয়ে শান্তির আহ্বান জানিয়েছিলেন তিনি। এরপর সেখানে গিয়েছেন আরএসএস প্রধান। তিন দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এই শহরে রাজ্যে সাধারণ মানুষের পাশাপাশি উদ্যোগপতি এবং বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গে দেখা করছেন ভাগবত।

