ভর্তি প্রক্রিয়ায় কোনও জালিয়াতি চলবে না, কড়া নির্দেশিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

রাজেন রায়, কলকাতা, ৩০ অক্টোবর: বিশ্ববিদ্যালয় থেকে একবার রেজিস্ট্রেশন পেয়ে গেলে, তা বাতিল করাও যথেস্ট কষ্টসাধ্য। তাই ভর্তি প্রক্রিয়া শুরুর আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, স্নাতকে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কোনও নথি ভুয়াে প্রমাণিত হলে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। নভেম্বর মাসের ২ তারিখ থেকে অনলাইনে শুরু হবে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া।

করােনা আবহে চলতি বছর পরীক্ষা এবং ফল প্রকাশ হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের
৬৮টি বিভাগের ফল প্রকাশিত হয়েছে বুধবার।
তাৎপর্যপূর্ণ ভাবে এই বছরে উত্তীর্ণ হওয়ার ছাত্র–ছাত্রীর সংখ্যা বেড়ে গিয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে গেলে বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ছাত্র নিজস্ব ছাত্র ছাত্রীদের নম্বরের ভিত্তিতে ভর্তি করে নেওয়া সম্ভব হলেও বাইরের ছাত্র ছাত্রীদের নম্বরের ভিত্তিতে এতদিন ভর্তি নেওয়া হয়নি। তাই তাদের কিভাবে নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া যায় তা নিয়েও আলােচনা শুরু হযেছে অধ্যাপকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *