আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি:
আজ হিন্দু জাগরণ মঞ্চ কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে বিশাল হিন্দু সম্মেলন হল খেজুরিতে। একসময় সিপিএম এবং বর্তমানে তৃণমূলের শক্ত ঘাঁটিতে এই প্রথম কোনও হিন্দু সংগঠনের উদ্যোগে হিন্দু সম্মেলন হল।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হিন্দু সম্মেলনের প্রস্তুতি বাধা দেওয়ার জন্য সমাজবিরোধীরা গতকাল রাত থেকেই সংগঠনের ফ্লেক্স ছিঁড়ে দেয় এবং কার্যকর্তাদের হুমকি দেয়। কার্যকর্তারা যাতে গ্রাম থেকে বের হতে না পারেন সেই চেষ্টাও চালায়।
এই সভায় হিন্দু জাগরণ মঞ্চের নেতারা চড়া সুরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, রাজনৈতিক রঙের আড়ালে যদি কোনও হিন্দুর উপর অত্যাচার করা হয় বা হিন্দু জাগরণ মঞ্চের একজন কার্যকর্তার গায়ে যদি কেউ হাত দেয় সারা বাংলা জুড়ে হিন্দু জাগরণ মঞ্চ আন্দোলনে নামবে। আগামী দিনেও হিন্দুত্বের সাথে কোনো আপস করা হবে না।
সংগঠনের রাজ্য নেতৃত্ব বলেন, খেজুরির মত সন্ত্রাস প্রবণ অঞ্চলেও যে হিন্দুত্বের কথা তুলে ধরা যায় তা প্রমাণ করলাম আমরা। সাংগঠন সম্পাদক তাপস বারিক বলেন, বাংলার যেখানেই হিন্দুরা সুরক্ষিত নয় সেখানে হিন্দু জাগরণ মঞ্চ যাবে এবং হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ইদানিং হিন্দু দেবদেবীকে নিয়ে অনেকে কুরুচিকর মন্তব্য করছে, তাদের তীব্র সমালোচনা করেন সংগঠনের সহ সম্পর্ক প্রমুখ সঞ্জয় শাস্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, যাবতীয় মজা হিন্দু দেবদেবীকে নিয়ে কেন, অন্য ধর্মকে নিয়ে মজা করার সাহস বুদ্ধিজীবীদের হয় না কেন?
দক্ষিণবঙ্গ প্রান্ত প্রাক্তন সম্পাদক, অধ্যাপক উত্তম অধিকারী বলেন, খেজুরিতে হিন্দুদের উপর যারা অত্যাচার করছে আগামী দিনে হিন্দু জাগরণ মঞ্চ তাদের সব হিসেব নিকেশ কড়ায় গণ্ডায় পুষিয়ে দেবে।