Gyanvapi Mosque, ASI, জ্ঞানব্যাপী মসজিদের নীচেও ছিল মন্দির, রিপোর্টে জানিয়ে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

আমাদের ভারত, ২৫ জানুয়ারি: জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে এবার বড়সড় তথ্য দিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআই জানিয়ে দিল মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে ছিল হিন্দু মন্দির।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আইনজীবী বিষ্ণোই শংকর জৈন জানান, এএসআই- এর রিপোর্ট অনুযায়ী জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গেছে। সমীক্ষা কাজে গ্রাউন্ড পেনিট্রেটিং র‍্যাডারে তথ্য বলছে মসজিদ মন্দিরের কাঠামোর উপরেই তৈরি হয়েছে।

১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখ বন্ধ খামে জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআইয়ের ওই রিপোর্ট হিন্দু এবং মুসলিম দুই পক্ষকেই দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। বৃহস্পতিবার তা প্রকাশ্যে এলো এবং এএসআই- এর রিপোর্ট অনুযায়ী মসজিদের নিচে এখনো মন্দিরের ভাঙ্গা কাঠামো রয়েছে বলে জানানো হয়েছে।

২০২১- এর আগস্টে ৫ হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মা শৃঙ্গার গৌরী এবং মসজিদের ভেতরের পশ্চিমের দেওয়ালে দেব দেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার অনুমতি চেয়েছিলেন। বারানসী আদালতে সে মামলায় বিচারক রবি কুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই সমীক্ষা হয় দীর্ঘ সময় ধরে। শেষমেষ হিন্দুপক্ষের দাবি মিলে গেল এএসআই- এর রিপোর্টের সঙ্গে। সেখানেও পাওয়া গেল মন্দিরের অস্তিত্ব।

One thought on “Gyanvapi Mosque, ASI, জ্ঞানব্যাপী মসজিদের নীচেও ছিল মন্দির, রিপোর্টে জানিয়ে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *