রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটিয়ে খুনের গেম প্ল্যান ছিল, আহত মন্ত্রীকে দেখতে এসে বললেন মুখ্যমন্ত্রী

রাজেন রায়, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সকালে আহত মন্ত্রীকে দেখতে এসএসকেএমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘ঘটনাস্থলে কোনও রেল পুলিশ ছিল না। রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটিয়ে খুনের গেম প্ল্যান ছিল। ২৬ জন আহত হয়েছে, এজন্য একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, হামলার জেরে কামরূপ এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস এবং হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রাপথ ঘুরিয়ে দিয়েছে রেল। তা রামপুরহাট দিয়ে যাতায়াত করবে।

প্রসঙ্গত, বুধবার রাত ৯ টা ৪৫ মিনিট নাগাদ বোমার আঘাতে গুরুতর জখম হন মন্ত্রী জাকির হোসেন। নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে কর্মী সমর্থকদের সঙ্গে দাড়িয়ে ছিলেন জাকির। কলকাতায় আসার জন্য ট্রেনের অপেক্ষার মাঝেই জাকিরকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। আঘাত লাগে শরীরের একাধিক অংশে। বোমার আঘাতে জখম হন আরও বেশ কয়েকজন কর্মী সমর্থকও। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর এসএসকেএমে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানাচ্ছেন, জাকির হোসেনের বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক আঘাত। একাধিক স্প্লিন্টারের আঘাত রয়েছে বাঁ পায়ে। গোড়ালির হাড় ভেঙ্গেছে, হাড় ভেঙ্গেছে পায়ের দু’জায়গায়। ঝলসে গিয়েছে পা, উড়ে গিয়েছে হাতের একটি আঙুল। এছাড়া, তাঁর হাতের বুড়ো আঙুল মারাত্মক রকম জখম হয়েছে। বৃহস্পতিবার ভোরে মন্ত্রীকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়। সঙ্গে আনা হয়েছে তাঁর দেহরক্ষী সুজন বিশ্বাসকেও। বোমায় আহত আরও ১০ জনকেও এসএসকেএমে আনা হচ্ছে। বাদবাকিদের চিকিৎসা চলছে মুর্শিদাবাদেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *