“মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে গণ প্রতিরোধ হবেই”, জগদ্দলের পুরানী বাজারে আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে বললেন সাংসদ অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ আগস্ট: মানুষের ওপর অত্যাচার চরম সীমায় পৌঁছে গেছে। এবার গণ প্রতিরোধ হবেই। মঙ্গলবার জগদ্দলের পালঘাট রোডে আক্রান্ত দলীয় কর্মী রোহিত সাউ ওরফে বান্টি বর্মার বাড়িতে গিয়ে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর পুত্র বিধায়ক পবন কুমার সিং।

প্রসঙ্গত, রবিবার রাখি বন্ধন উৎসবের দিন রোহিত সাউ নামে এক যুবককে জগদ্দল থানার পালঘাট রোডে তার বাড়ি থেকে টেনে বাইরে এনে বেধড়ক পেটায় একদল দুষ্কৃতী। সংকটজনক অবস্থায় রোহিত কলকাতার
আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, পুরানী বাজার এলাকার পাশের ছাই মহল্লার এক দল দুষ্কৃতী টোটো ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বচসার জেরে রোহিত সাউ’য়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এরপর ব্যারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিং আক্রান্ত রোহিত সাউকে দলীয় কর্মী বলে দাবি করেন। মঙ্গলবার আক্রান্ত রোহিত সাউয়ের পরিবারের সঙ্গে কথা বলেন সাংসদ অর্জুন সিং। প্রয়োজনে চিকিৎসার জন্য তাকে ভালো কোনও বেসরকারি হাসপাতালে ভর্তির প্রস্তাব দেন তিনি। সাংসদ বলেন,
“পুরো ব্যারাকপুরকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হয়েছে, সিপিএমের আমলে জগদ্দল ও ভাটপাড়াকে কোনও না কোনও গুন্ডাদের নাম নিয়ে যেমন জানা যেতো ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এই রোহিত একটি প্রতিবাদী ছেলে। ও এই এলাকার বিভিন্ন দুষ্কৃতী কাজকর্মের বিরোধিতা করত তাই ওকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। তবে ও বেঁচে আছে কিন্তু অবস্থা এখনো আশঙ্কা
জনক।”

এদিন সাংসদ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “পুলিশ আর দুষ্কৃতীরা একসাথে মিলে এলাকায় গণ্ডগোল চালাচ্ছে। পুলিশ আক্রান্তের পরিবারকে ধমকাচ্ছে রাজনৈতিক পরিচয় ধামাচাপা দেওয়ার জন্য। ঘটনাটির সিবিআই তদন্তের জন্য পরিবারকে এফআইআর করতে বলেছি। কোর্টের যে রায় বেরিয়েছে, সেই অনুযায়ী এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *