অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ ফেব্রুয়ারি: দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা ৪ নং গ্রাম পঞ্চায়েতের জোড়াকুসমা গ্রামের। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাড়ি। অভিযোগ, বিজেপি পরিচালিত কুলিয়ানা গ্ৰাম পঞ্চায়েতে একাধিক বার লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। প্রায় ১ কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয় ৪০ থেকে ৫০টি পরিবারকে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা রিয়া মুদি, সাবিত্রী মুদি, অমরেশ মুদিরা বলেন, “দীর্ঘ দিন ধরেই আমাদের এখানে পানীয় জলের সমস্যা রয়েছে। গত এক বছর আগে বাড়িতে বাড়িতে পানীয় জলের কল বসানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কল আছে কিন্তু জল আসে না। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে আমরা পান করার জন্য যাতে পানীয় জল পাই। এই গ্রীষ্মের প্রখর রোদের মধ্যেও এক কিলোমিটার পায়ে হেঁটে পানীয় জল নিয়ে আসতে হয়।
এবিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং বলেন, “বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলিতে কোথাও কোনো উন্নয়নের কাজ করেনি। যার জবাব আগামী পঞ্চায়েতে মানুষ দেবেন। তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জল প্রকল্প নিয়ে যে কাজ করছে আগামী দিনে ওই গ্রামের মানুষজনরাও পরিস্রুত পানীয় জল পাবনে।”
অন্যদিকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আরোতী সিং বলেন, “আগে আমি বিষয়টি জানতাম না। তিন চারদিন আগে আমাকে লিখিত ভাবে জানিয়েছে। আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। আগামী কয়েকদিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করা হবে।”