আমাদের ভারত, ১৩ অক্টোবর: দেশে ১ লক্ষেরও বেশি স্কুলে শিক্ষক রয়েছেন মাত্র একজন। ওই স্কুলগুলিতে পড়াশোনা করে সাড়ে তিন লক্ষেরও বেশি পড়ুয়া। এই ধরনের স্কুলের সংখ্যা সবচেয়ে বেশি অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিসেবে দেশের মোট ১ লক্ষ ৪ হাজার ১২৫ স্কুলে একজন করে শিক্ষক রয়েছেন। এই স্কুলগুলিতে ৩৩ লক্ষ ৭৬ হাজার ৭৬৯ জন পড়ুয়া পড়ে। এই ধরনের প্রতিটি স্কুলে গড়ে ৩৪ জন করে পড়ুয়া পড়াশোনা করে। তবে কেন্দ্রীয় সরকারের দাবি, গত ২-৩ বছরে এই ধরনের স্কুলের সংখ্যা কমেছে।
শিক্ষার অধিকার আইন অনুসারে, প্রাথমিকে শিক্ষার ক্ষেত্রে প্রতি ৩০ জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকা উচিত। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্রতি ৩৫ জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকলে সেটি আদর্শ ছাত্র- শিক্ষক অনুপাত হিসেবে ধরা হয়। সেখানে সর্বসাকুল্যে একজন করে শিক্ষক রয়েছেন শিক্ষা কেন্দ্রে। তথ্য অনুসারে এই ধরনের স্কুল সবচেয়ে বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশে। তারপরই রয়েছে উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ড। আবার একজন করে শিক্ষক থাকা এই স্কুলগুলিতে সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশে। তারপরই রয়েছে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে মাত্র একজন শিক্ষক রয়েছে অন্ধপ্রদেশে এমন স্কুলের সংখ্যা ১২,৯১২। উত্তরপ্রদেশে এই ধরনের স্কুল আছে ৯৫০৮টি, ঝাড়খন্ডে রয়েছে ৯১৭২টি, মহারাষ্ট্রে রয়েছে ৮১৫২টি, কর্ণাটকে আছে ৭৩৪৯টি, মধ্যপ্রদেশ এবং কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষা দ্বীপে একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা ৭২১৭টি। পশ্চিমবঙ্গের সংখ্যাটি ৬৪৮২, রাজস্থানের ৬১১৭, ছত্তিশগড়ে ৫৯৭৩, তেলেঙ্গানায় ৫০০১।
উত্তরপ্রদেশে একজন শিক্ষক নিয়ে চলা এই স্কুল রয়েছে ৬ লক্ষ ২৪ হাজার ৩২৭ জন পড়ুয়া, ঝাড়খণ্ডের স্কুলগুলোতে রয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৪৮০ জন পড়ুয়া, পশ্চিমবঙ্গের ২ লক্ষ ৩৫ হাজার ৪৮৪ জন পড়ুয়া।
কেন্দ্রে তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে ২০২৪, ২৫ শিক্ষাবর্ষ অনুসারে রাজ্যে এমন স্কুলগুলিতে গড়ে ৩৬ জন করে পড়ুয়া পড়াশোনা করে। এছাড়া মধ্যপ্রদেশে এমন স্কুলেগুলিতে ২ লক্ষ ২৯ হাজার ৯৫ জন, কর্ণাটকে ২ লক্ষ ২৩ হাজার ১২৪ জন, অন্ধ্রপ্রদেশে ১ লক্ষ ৯ হাজার ৭১৩ জন, রাজস্থানের ১ লক্ষ ৭২ হাজার ৭১ জন পড়ুয়া রয়েছে।
অন্যদিকে দিল্লিতে এই ধরনের স্কুল রয়েছে নয়টি, আন্দামানে চারটি। কিন্তু দিল্লিতে নয়টি স্কুল থাকলেও এই ধরনের স্কুলগুলিতে ছাত্র সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে দিল্লি।
একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুসারে একজন শিক্ষক থাকা স্কুলগুলিতে গড় পড়ুয়ার নিরিখে সকলের আগে রয়েছে চণ্ডীগড়। তারপরই রয়েছে দিল্লি।
যদিও কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর এই ধরনের স্কুলের সংখ্যা কমেছে। ২০২২ -২৩ শিক্ষাবর্ষে দেশে এমন স্কুলের সংখ্যা ছিল ১ লক্ষ ১৮ হাজার ১৯০টি, ২০২৩-২৪- এ এটা কমে ১ লক্ষ ১০ হাজার ৯৭১টি হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ লক্ষ ৪ হাজার ১২৫টি হয়েছে, অর্থাৎ কমেছে।

