মাওবাদীদের ডাকা জঙ্গলমহল বনধে সাড়া নেই পুরুলিয়ায়, সতর্কআরপিএফ

সাথী দাস, পুরুলিয়া, ১ মার্চ: মাওবাদীদের ডাকা জঙ্গলমহল বনধে সাড়া পড়ল না পুরুলিয়ায়। স্বাভাবিক ছন্দেই কাটল।
মাওবাদী নামাঙ্কিত পোস্টারে আজ জঙ্গল মহল বনধের ডাক দেওয়া হয়েছিল।

গতকাল বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের বিভিন্ন স্থানে পোষ্টার উদ্ধার করে পুলিশ। তাতে অন্যান্য বিষয়ের সঙ্গে বনধের হুঁশিয়ারি দেওয়া হয়।

কিন্তু, মাওবাদীদের ডাকা বনধে কোনো প্রভাবই পড়লো না। চলল সরকারি, বেসরকারি বাস। খোলা থাকল দোকান বাজার।

অন্যদিকে, মাওবাদীদের ডাকা বনধে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোটশিলা স্টেশনে কড়াকড়ি আরপিএফের। নজরদারির সঙ্গে লাইনে চলে টহলদারি। আজ কোটশিলা রেলস্টেশনের আরপিএফ ও পুরুলিয়া জিআরপিএফ এর যৌথ উদ্যোগে রেললাইন ও সীমান্তবর্তী এলাকায় সিসি টিভি ক্যামেরার মাধ্যমে চলে নজরদারি। কোটশিলা আরপিএফ আধিকারিক গণেশ পান্ডে জানান, বনধে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সর্তকতা জারি করা হয়েছে| করা হচ্ছে নজরদারি রেলের ট্র্যাক, রেল এলাকা প্রভৃতি স্থানে। যদিও নজরদারি নিয়মিত চললেও আজ বিশেষ নজরদারি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *