“ফাঁসির দড়ি পরার দরকার নেই, তদন্তে সহযোগিতা করুক,” অভিষেকের নিজাম প্যালেসে হাজিরার নোটিশ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মে: “কোর্টে গিয়ে অনেক চেষ্টা করেছেন, আটকাতে পারেননি। ফাঁসির দড়ি পরার দরকার নেই, তদন্তে সহযোগিতা করুক৷” শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এসে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত থেকে কোনো রক্ষাকবচ পাননি। শনিবার বেলা ১১টায় সিবিআই নিজাম প্যালেসে হাজিরার ব্যাপারে নোটিশ দিয়েছে তাকে। এ প্রসঙ্গে কালিয়াগঞ্জে এসে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী৷ অন্যদিকে ভানু বাগের মৃত্যুর প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান বিরোধী দলনেতা৷ তিনি বলেন, ভানু বাগের মৃত্যুতে পরিবারের যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

উল্লেখ্য, ক’দিন আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এগরা। মৃত্যু হয় ৮ জনের৷ এই ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগ এলাকা থেকে গা ঢাকা দেয়৷ যদিও ওড়িশায় পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷ ধরা পড়ে
সিআইডির হাতে৷ কিন্তু ঘটনার সময় শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ায় সেখানের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়৷ এদিন কালিয়াগঞ্জে এসে নাবালিকা মৃত্যুর ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু অধিকারী৷ ঘটনার প্রায় একমাস পর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মৃত নাবালিকা ও গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুক্রবার দুপুরে বিরোধী দলনেতা প্রথমে কুনোরে অবস্থিত ভারত সেবাশ্রমে যান। গিয়ে ওখানকার স্বামীজিদের সাথে কথা বলেন। এরপর সাহেবঘাটা সংলগ্ন গাঙ্গুয়া এলাকায় মৃত নাবালিকার বাড়িতে যান৷ কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ শোনেন তাদের কাছ থেকে।

উল্লেখ্য, গত ২১ শে এপ্রিল কালিয়াগঞ্জের সাহেবঘাটা সংলগ্ন পালোইবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এই ঘটনায় দফায় দফায় উত্তাল হয় কালিয়াগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *