Sukanta, BJP, “ভাতার সরকার, আর নেই দরকার,” তোপ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৫ আগস্ট: পশ্চিমবঙ্গ সরকারের দান খয়রাতির প্রক্রিয়ার কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গে একটা সরকার প্রায় পনেরো বছর ক্ষমতায়। এই পনেরো বছরে পশ্চিমবঙ্গে বহু ছোট-মাঝারি থেকে বৃহৎ শিল্প কল কারখানা বন্ধ হয়েছে, অনেক সংস্থা পাততাড়ি গুটিয়ে ভারতবর্ষের অন্য রাজ্যে চলে গেছে। সিঙ্গুর থেকে শুরু করে আজকের হলদিয়া শিল্পাঞ্চল, সর্বত্রই বিসর্জনের ব্যাথা।

আজ পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের কাছে ছবিটা স্পষ্ট। এই দুর্নীতিগ্রস্ত সরকার শ্রমিকদের স্বার্থ দেখে না। হলদিয়ার কিছু তৃণমূলপন্থী শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপোর ছবি লাগিয়ে নিজেদের কাজ হারানোর প্রতিবাদ করছেন, বিকল্প কর্মসংস্থানের আর্তি জানাচ্ছেন। গত একবছর ধরে তাঁরা কর্মহীন অথচ তাদের দল ও সরকার পাশে নেই।

আর ভাবুন এই সরকারই নাকি পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা মাসিক ভাতার ব্যবস্থা করছে, যা আদতে তৃণমূল নেতাদের পকেটেই ঢুকবে।

ভাতার সরকার, আর নেই দরকার!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *