Suvendu, BJP, “দেউলিয়া সরকার আর নেই দরকার,” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ১৫ অক্টোবর: “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া আপনার সরকার কি এতটাই দেউলিয়া হয়ে গেছে যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ বিদ্যার্থীদের থেকে অনুদান নিচ্ছে?” এই প্রশ্ন তুলে কটাক্ষ করলেন “দেউলিয়া সরকার আর নেই দরকার।”

শুভেন্দুবাবু বুধবার এক্সবার্তায় লিখেছেন, “আপনার আমলে শিক্ষার এমনই বেহাল অবস্থা, উপরন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতির ফলে তা একেবারেই রসাতলে গেছে। কোনো আর্থিক ভাবে সচ্ছ্বল পরিবার তাদের সন্তানদের আপনার সরকারি স্কুলে পাঠায় না। একমাত্র একপ্রকার বাধ্য হয়েই পশ্চিমবঙ্গের অভিভাবকরা বাচ্চাদের সরকারি স্কুলে পাঠান।

সেই সব বাচ্চাদের থেকে পরীক্ষার নামে টাকা তুলতে লজ্জা লাগে না? আপনার শিক্ষা দফতরের মন্ত্রীকে এই বিষয়ে অবগত করে কোনো লাভ নেই, কারণ উনি ল্যাম্প-পোস্ট মন্ত্রী, তাই সরাসরি আপনাকে অনুরোধ করছি যেসব ছাত্র ছাত্রীদের থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ টাকা তুলেছে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন।

এক দিকে টোটো/ই- রিক্সা তালিকাভুক্ত করার নামে রাজ্যজুড়ে গরিব টোটোওয়ালাদের থেকে টাকা তোলা হচ্ছে, আর এক দিকে সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের থেকে পরীক্ষার অজুহাতে টাকা নেওয়া হচ্ছে, এর থেকে বোঝা যায় যে সরকারের দেউলিয়া অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *