Sukanta, Mamata, রাজ্যে আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নেই, মুখ্যমন্ত্রীর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে কসবা ল-কলেজ কান্ডে সরব সুকান্ত

আমাদের ভারত, ২৭ জুন; খাস কলকাতায় ল’ কলেজের এক ছাত্রীর গণধর্ষণের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঘটনাকে রাজ্যের আইন-শৃঙ্খলার ব্যর্থতার প্রতিফলন ও মুখ্যমন্ত্রীর অপদার্থতা হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রীর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী ধর্ষণের ঘটনাগুলোকে ছোটখাটো বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তারই ফলাফল এটা।

কলকাতার কসবা এলাকায় ল’ কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মূল অভিযুক্ত ওই কলেজের টিএমসিপি-র প্রাক্তন নেতা বর্তমানে ওই কলেজের স্টাফ। এখন তৃণমূলের সঙ্গেও যুক্ত বলে জানাগেছে। এই ঘটনায় নারী নিরাপত্তা ফের প্রশ্নের মুখে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে কয়েকজনকে গ্রেফতার করেছে। ঘটনায় বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা তথা নারী নিরাপত্তা নিয়ে সরব।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মুখ্যমন্ত্রী ধর্ষণের মতো গুরুতর অপরাধকে ছোটখাটো বলে উপেক্ষা করেন। রাজ্যে এই ধরনের অপরাধ বৃদ্ধির জন্য দায়ী, তাঁর এই মনোভাব, যা পুলিশ প্রশাসনকেও প্রভাবিত করে। যার ফলে অপরাধীরা নির্ভয়ে এই ধরনের কাজ করে। তিনি আরো দাবি করেন, রাজ্যের নারী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ।

তাঁর কথায়, কলকাতার মতো শহর যেখানে মুখ্যমন্ত্রীর নিজের কার্যালয় রয়েছে সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ বোধ করবে?

আরজিকর- এর ঘটনার প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, আরজিকর- এর ঘটনাতেও মুখ্যমন্ত্রী পুলিশকে নিয়ন্ত্রণ করেছেন। এখনো তিনি একই ভুল করছেন। পুলিশের ভূমিকা নিয়ে তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর প্রতি অতিরিক্ত আনুগত্য প্রদর্শন করে। যার ফলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। তিনি বলেন, পুলিশের কাজ অপরাধীদের ধরা, কিন্তু তারা শাসক দলের নেতাদের সুরক্ষা দিতে ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *