Sukanta, Mamata, বন্যা নেই তবু ত্রাণ বিলি! মুখ্যমন্ত্রীর ভাইরাল অডিও নিয়ে ফের তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ সুকান্তর

আমাদের ভারত, ৮ অক্টোবর: ইটাহার ব্লকে হাসুয়া সর্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের এক কথোপকথন সমাজ মাধ্যমে ভাইরোল হয়েছে। (যদিও এই অডিও’র সত্যতা যাচাই করেনি আমাদের ভারত)। সেই অডিওতে ইটাহারে বন্যা ত্রাণ বিলি হয়েছে কিনা খোঁজ নিচ্ছেন বিধায়কের কাছে। কিন্তু স্থানীয় মানুষ থেকে শুরু করে বিরোধীদের দাবি, ইটাহারে বন্যাই হয়নি, তাহলে কিসের ত্রাণ? আর এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, আম্ফান থেকে শুরু করে সব প্রাকৃতিক দুর্যোগেই ত্রাণ নিয়ে বার বার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে ইটাহার তার নবতম সংযোজন।

সুকান্ত মজুমদার লিখেছেন, তৃণমূল সরকারের দুঃশাসনে আবারও পশ্চিমবঙ্গে ত্রাণ সামগ্রীর অপব্যবহার হচ্ছে এবং তা নিয়ে ব্যাপক দুর্নীতি চলছে। এখন তো ত্রাণ নিয়ে দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গ পরিচিত হয়ে উঠেছে‌। মুখ্যমন্ত্রী এবং তার দলের বিধায়কদের কাজই সেই উদাহরণ দিয়ে দিচ্ছে। ঘূর্ণিঝড় আম্ফান থেকে শুরু করে পরবর্তী প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার ত্রাণ দুর্নীতির জন্য নতুন পদ্ধতি তৈরি করেছে। এর ফলে সাধারণ নাগরিককে ভোগান্তি পোয়াতে হয়েছে। আর ইটাহার তার নবতম সংযোজন। যেখানে বন্যা না হওয়া সত্ত্বেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। এই ঘটনা সরকারের সন্দেহজনক উদ্দেশ্যকে প্রকাশ করে।

তাঁর দাবি, এই ঘটনায় আবারও, তৃণমূলের দুর্নীতি উন্মোচিত হয়েছে। ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তার সহযোগীরা জনসাধারণের তহবিল লুট করছে, এবং এখন সাধারণ মানুষও সত্যিটা বুঝতে পারছে। তিনি প্রশ্ন তোলেন, আর কতদিন মুখ্যমন্ত্রী জনগণকে ধোকা দিয়ে তাদের কষ্টার্জিত করের টাকা লুট করতে থাকবেন?

ওই ভাইরাল অডিও’র ভিত্তিতে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন কোথায় বন্যা? আর কোথায় তার ত্রাণ। তাদের বক্তব্য, ইটাহারে এ বছর সে অর্থে বন্যা হয়নি। নিচু এলাকার কিছু জমি বর্ষার জলে প্লাবিত হলো কোথাও এখনো মানুষের ঘরবাড়ি বা রাস্তাঘাট বন্যার জলে ডুবে যায়নি। এমনকি কোথাও ত্রাণও বিলি করা হয়নি বলে অভিযোগ। তাহলে মুখ্যমন্ত্রী কেন বন্যার ত্রাণের কথা বললেন এবং ত্রাণ বিলির খোঁজ নিলেন? আর তার দলের বিধায়কই বা কিভাবে বললেন সব কাজ হয়েছে।

প্রসঙ্গত, ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী বিধায়ককে প্রশ্ন করেছেন ওখানে বন্যা কি হয়ে গেছে? তাতে বিধায়ক বলেছেন বন্যার জল নেমে গেছে, ভাঙ্গন শুরু হয়েছে ইটাহারে। এরপর মুখ্যমন্ত্রী তার দলের বিধায়ককে প্রশ্ন করেছেন, ত্রাণ দেওয়ার কি শেষ হয়েছে? তাতে বিধায়ক তাকে জানিয়েছেন, ত্রাণ দেওয়া কমপ্লিট হয়েছে। মুখ্যমন্ত্রী আবার জিজ্ঞাসা করেছেন, বন্যার ত্রাণ? বিধায়ক জানিয়েছেন হ্যাঁ বন্যার ত্রাণ দেওয়া কমপ্লিট। তিনি নদী থেকে ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *