আমাদের ভারত, হুগলী, ২৯ আগস্ট: বিজেপি নেতা সায়ন্তন বসুর নেতৃত্বে শনিবার হুগলী জেলার শেওরাফুলিতে বিক্ষোভ দেখাল বিজেপি নেতা কর্মীরা। শেওরাফুলি বাজার আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে এই দাবি নিয়ে দীর্ঘদিন লড়াই চালাচ্ছে বিজেপি। এদিন সায়ন্তন বসুর আসার কথা জানতে পেরে শেওরাফুলিতে জমায়েত করে বিজেপি নেতা কর্মীরা। সেই জমায়েত থেকে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।

সেই ঘটনার প্রতিবাদে সায়ন্তন বসুর নেতৃত্বে শেওরাফুলি ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা।আটক করা বিজেপি কর্মীদের অবিলম্বে ছাড়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সায়ন্তন বসু। এদিন সায়ন্তন বসু আরও বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, বিজেপির মিছিল মিটিং আটকে দেওয়া হচ্ছে।

