আমাদের ভারত, ১৫ অক্টোবর: রেড রোডে রাজ্য সরকারের কার্নিভ্যালে পুর চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
প্রতিবাদ জানাতে একগুচ্ছ কালো গ্যাসবেলুনের ছবি পোস্ট করে মঙ্গলবার এক্স হ্যান্ডলে সুকান্তবাবু লেখেন, “রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রীর অতি আবেগের পুজো কার্নিভালের মোচ্ছবে কলকাতা পুরসভার মেডিক্যাল দলের অংশ হিসাবে জরুরি পরিষেবা দিচ্ছিলেন চিকিৎসক তপোব্রত রায়। ‘প্রতীকী অনশনকারী’ লেখা ব্যাজ পরে থাকায় ওই চিকিৎসককে আটক করে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে। একবার ভাবুন, কতটা ভয় পেলে এটা করতে পারে একটা সরকার। সাহস তো নেই, ভয়েই না হয় পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী।” কটাক্ষ করে সুকান্ত মজুমদার লিখেছেন “সত্যিই হীরক রানির রাজত্ব।”
প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন করে আটক হয়েছেন পুরসভারই এক চিকিৎসক। কার্নিভালে এমারজেন্সি ডিউটির জন্য পুরসভার মেডিক্যাল টিমের হয়ে উপস্থিত ছিলেন তপোব্রত রায় নামের ওই চিকিৎসক। সেখান থেকেই তাঁকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় পুলিশ। জানাগেছে, ওই চিকিৎসক বুকে ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ লাগিয়ে এসেছিলেন। সেটা দেখার পরই পুলিশ তাঁকে আটক করে।