Mamata, Sukanta, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় সুবিধাবাদী সারা দেশে নেই: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৭ মার্চ: মন্ত্রিসভার বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী সুবিধাবাদী বলে মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার অভিজিতবাবুর বিজেপিতে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের সবথেকে বড় সুবিধাবাদী রাজনীতিক বলে উল্লেখ করেন তিনি।

তাঁর কথায়, উনার মত সুবিধাবাদী দ্বিতীয় আর কেউ নেই। সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজি, আর কাজ ফুরলেই পাজি। আমাদের থেকে কিষানজি আরো ভালো জানেন। এক সময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আদবানীদের হাত ধরে যিনি রাজনীতিতে টিকেছিলেন আজ সেই দলের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হোঁদল কুতকুত বলেন, কিম্ভূতকিমার্কা বলেন। এর থেকে সুবিধাবাদী কেউ হতে পারে? রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সমর্থন করেন, কখনো অন্য কাউকে সমর্থন করেন। উনি ইন্ডিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না। শুধু রাজ্য নয়, গোটা দেশে এই মুহূর্তে সবথেকে সুবিধাবাদী রাজনীতিবিদের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বুধবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুবিধাবাদী বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে পাঠাতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি মারপ্যাঁচ বোঝাচ্ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। তখনই তিনি বলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি করলেন দেখলেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি একজন সুবিধাবাদী ছাড়ুন ওর কথা।

এই মন্তব্যের জন্য বুধবার মমতাকে আক্রমণ শানালেন বিজেপি। তাকে সবথেকে বড় সুবিধাবাদী রাজনীতিক বলে আক্রমণ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *