সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ জানুয়ারি: বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে বড়জোড়ার ছোটো মানাচর এলাকায়। রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলের বড়জোড়া ১ মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ।
বড়জোড়া ব্লকের দামোদর নদের ছোটো মানাচর রামকৃষ্ণ পল্লীর ৫৩ নং বুথে সোমবার সকালে দেখা যায় বিজেপির দলীয় পতাক আধ পোড়া অবস্থায় বাঁশের উপর বাঁধা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মানাচর এলাকায় চাঞ্চল্য যেমন ছড়িয়েছে তেমনি একটা চাপা উত্তেজনাও রয়েছে। তবে কে বা কারা এই ধরনের কাজ করেছে তা কেউ বলতে না পারলেও বিজেপি তৃণমূলের দিকেই আঙ্গুল তুলেছে।
দলের মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, পঞ্চায়েত নির্বাচনের মুখে এলাকায় সন্ত্রাস কায়েম করতে তৃণমূল এই সব কান্ড করছে। তিনি বলেন, পঞ্চায়েতে গতবার বিরোধীদের নমিনেশন জমা করতেই দেয়নি তৃণমূল। এবার মানুষ কড়ায় গন্ডায় তার হিসেব বুঝে নেবে। আর সেটা বুঝতে পেরে তৃণমূল দুষ্কৃতিরা নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এই পতাকা কারা পুড়িয়েছে তার তদন্ত দাবি করে বড়জোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গোবিন্দবাবু।
এই ঘটনার প্রেক্ষিতে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলক মুখার্জি বলেন, এই কাজ দুষ্কৃতীদের। তৃণমূল এই ঘটনার সঙ্গে বিন্দু মাত্র জড়িত নয়। কারণ তৃণমূল কখনো নোংরা রাজনীতি করে না। তবে যারা এই কাজ করেছে তারা দুষ্কৃতী।