পথশ্রী প্রকল্পে রাস্তা নথিভুক্ত হলেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বড়জোড়ার গ্ৰামে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ আগস্ট: পথশ্রী প্রকল্পে রাস্তা নথিভুক্ত হলেও আজ পর্যন্ত কাজ শুরু হয়নি বলে অভিযোগ।অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বড়জোড়া ব্লকের মানগ্রাম- রাজপ্রসাদপুর, চাঁন্দাই সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। এই সব গ্ৰামগুলির বাসিন্দাদের বক্তব্য, মফস্বলে ও বড়জোড়া শিল্প শহরে যাতায়াতের জন্য ৩ টি রাস্তা রয়েছে। ৩টি রাস্তাই কাঁচা। বর্তমানে এই রাস্তা ৩টি বেহাল হয়ে পড়েছে। অভিযোগ, গ্রামে ঢোকার বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবিতে সোমবার বাসিন্দারা এলাকার স্কুল পড়ুয়াদের নিয়ে বিক্ষোভে সামিল হন।

গতকাল সকালে বড়জোড়া বিডিও অফিসের সামনে বাঁকুড়া- দুর্গাপুর রাস্তা অবরোধ করেন। অবরোধকারীরা তাদের বিক্ষোভ অবস্থান ও অবরোধে অনড় থাকে। পুলিশ তাদের জোর করে হঠিযে দেয়। তারপর বিক্ষোভকারীরা মিছিল করে বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান। তারা সকলেই বিডিও অফিসে ঢুকতে গেলে গেট আটকে দেয় পুলিশ। গেট ঠেলে ঢুকতে চায় তারা। এরপর দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পরে বিডিও বিক্ষোভকারীদের ৫ জনের সঙ্গে আলোচনার অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী মানগ্রামের বাসিন্দা সরিফ মন্ডল বলেন, ২০১৫ সাল থেকে এই রাস্তাগুলি বেহাল হয়ে রয়েছে।২ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও, এসডিও ও জেলা শাসকের কাছে বহুবার আবেদন নিবেদন করেছি, কিন্তু রাস্তাগুলি সংস্কারের ব্যাপারে কোনও সুরাহা হয়নি। তার দাবি ২০২০ সালে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের জন্য উদ্বোধন হয়। এই ঘটনার পরও কোনও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে পথে নামতে বাধ্য হয়েছি।

এই এলাকায় হাইস্কুল, হাইমাদ্রাসা ও জুনিয়র মাদ্রাসা রয়েছে। পড়ুয়াদের জলকাদা পেরিয়ে যাতায়াতের যন্ত্রণা আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে। তাই ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে পথে নামতে বাধ্য হয়েছি। তিনি বলেন, বিডিও আশ্বাস দিয়েছেন ৭ সেপ্টেম্বরের মধ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সরিফ মন্ডল জানান, ৭ সেপ্টেম্বর আমরা ফের বিডিওর কাছে আসব। ভালো কিছু না দেখলে এরপর মহিলা, শিশু ও বৃদ্ধ- বৃদ্ধাদের নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হবো।

বিডিও রাজি হামিদ বলেন, ওনাদের স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *