স্নেহাশীষ মুখার্জি,আমাদের ভারত, নদীয়া, ১৪ জুন:
নদীয়ার নকশিপাড়ায় এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। নাকাশিপাড়ার যুগপুরে ফ্লাই ওভারের কাছে।
সন্ধ্যায় স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয় ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। ওই মহিলার পরিচয় এবং কী কারণে মারা গেছে সে বিষয়ে তদন্ত করছে নাকাশিপাড়া থানার পুলিশ। তবে পথ দুর্ঘটনা বা গাড়ির ধাক্কায় মারা যেতে পারেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে। মৃতদেহ শনাক্তকরণ করা সম্ভব হয়নি এখনও।