স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ জানুয়ারি: ফের নবদ্বীপে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বেলা বারোটা নাগাদ স্থানীয়দের নজরে আসে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে একটি দেহ। এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও পুলিশের পক্ষ থেকে জানা যায় এখনো পর্যন্ত নাম ও পরিচয় পাওয়া যায়নি। গোটা ঘটনায় তদন্তে নামে নবদ্বীপ থানার পুলিশ।