পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৩০ জানুয়ারি: শালবনী থানার ভাদুতলা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা
গেছে, ভাদুতলা এলাকার বাসিন্দা মিঠুন খামরুই- এর মৃতদেহ আজ সকালে রাস্তার পাশে একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার হয়। স্থানীয় বিজেপি কর্মী বলে পরিচিত মিঠুন খামরুই। বাড়ির লোকের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। তবে কি কারণে এই খুন তা পরিষ্কার নয় কারও কাছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের কর্মীকে খুন করা হয়েছে।
উল্লেখ, ভাদুতলা এলাকায় গতকাল একটি মেলা ছিল। সেখানেই এই মিঠুন খামরুই গিয়েছিলেন এবং তারপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে ব্রিজের নিচ থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের ছেলের বক্তব্য, তার বাবাকে মেরে ফেলা হয়েছে, পুরো বিষয়ে তদন্তের দাবি করেছেন মৃতের পরিবার।
যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের কর্মীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে তদন্ত চলছে। নির্দিষ্ট অভিযোগ পেলে তার উপর তদন্ত শুরু হবে।