স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৬ জুলাই: রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার পিএসি -র চেয়ারম্যানের গাড়িতে পেছন থেকে লড়ির ধাক্কা, তবে বিধায়ক ওই গাড়িতে ছিলেন না। গাড়িতে থাকা দুই নিরাপত্তা রক্ষী সহ দপ্তরের এক কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে লরিসহ চালককে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়কে।
কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে মালদা স্টেশনে নেমে নিজের ব্যক্তিগত গাড়িতে চেপে রায়গঞ্জ আসার কথা ছিল কৃষ্ণ কল্যাণীর। সেই কারনে রায়গঞ্জ থেকে মালদা স্টেশনে গাড়িটি নিয়ে যাওয়া যাচ্ছিল। পথে গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট থাকা অবস্থায় পেছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে গাড়িতে। দুমড়ে মুচড়ে যায় বিধায়কের গাড়ি। আহত হন তাঁর নিরাপত্তা রক্ষীরা।

এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন কৃষ্ণ কল্যাণী। এর আগেও একবার তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। তিনি বলেন, আমাকে আয়কর দেখিয়ে ভয় দেখানো হয়েছিল। ইডির হুমকিও দেওয়া হয়েছে। দলের বিধায়ক মন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের পেছনে সিবিআই লাগানো হচ্ছে। যেভাবে দিনে দিনে আমার জনপ্রিয়তা ও সাধারন মানুষের কাছে গ্রহনযোগ্যতা বেড়েছে তাতে আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছে। তাই এই দুর্ঘটনাকে একটা ষড়যন্ত্র বলে মনে করছেন কৃষ্ণ কল্যাণী।তবে গাড়িতে না থাকায় ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন।

অন্যদিকে, জেলা বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, যেকোনো দুর্ঘটনাই কষ্টদায়ক। তবে এই ষড়যন্ত্রের রাজনীতি বিজেপি করে না। এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারনে ঘটতে পারে বলে জানান তিনি।

