আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ মার্চ: প্রকাশ্যে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকায়। শনিবার বিকেলে শেখ আরমান নামে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দা জনৈক ছানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই খুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর অনুযায়ী ছানা নামে এক ব্যক্তির বাবা উজিরকে খুন করার অভিযোগে অভিযুক্ত ছিল শেখ আরমান। সেই মামলায় ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল আরমান। তারপর থেকেই আরমান খুন হবার হুমকি পাচ্ছিল বলে ওর পরিবারের অভিযোগ। আজ ছানা আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকায় আরমানকে ডেকে পাঠায়। আর আরমান সেখানে গেলে অভিযুক্ত ছানা, আরমানকে খুন করে এমনটাই অভিযোগ আরমানের মাসির। এই খুনের ঘটনা ঘটার পর ওই এলাকায় থাকা দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।
খুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে আসেন ওই ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদ। তিনি বলেন, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা চাই এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। পুলিশ তদন্ত শুরু
করেছে।”