পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। ভারতের প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশের মধ্যে থাকা সমস্ত মন্দিরগুলিকে সাজানোর নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের। সেই পরিপেক্ষিতে মন্দিরগুলি সাজানোর জন্য কলকাতার মল্লিকঘাট ফুলবাজার, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, দেউলিয়া, কেশাপাট সহ রাজ্যের বিভিন্ন ফুলবাজারগুলিতে এক ধাক্কায় বিপুল পরিমাণে ফুলের চাহিদা দেখা দিয়েছে। মুলতঃ মন্দির সাজানোর জন্য গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গোলাপ ফুল সহ দেবদারু, অ্যাসপ্যারাস প্রভৃতি বাহারী পাতার ব্যাপক চাহিদা রয়েছে।
সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, এমনিতেই মাঘ মাসে ৭ দিন বিয়ের লগন রয়েছে। আবার প্রথম ও দ্বিতীয় লগনের দিন হলো ২১ ও ২২ জানুয়ারি। ফলস্বরূপ বিয়ের পাশাপাশি মন্দির সাজানোর জন্য ব্যাপক পরিমাণে ফুলের চাহিদা থাকায় ফুলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। অন্যদিকে এ রাজ্যের বিভিন্ন মন্দির সাজানোর জন্য যেমন ব্যাপক ফুলের প্রয়োজন, তেমনি প্রতিবেশী রাজ্যগুলির মন্দির সাজানো ও অযোধ্যায়ও এ রাজ্য থেকে বেশ কিছু পরিমাণ ফুল গিয়েছে বলে ব্যবসায়ী সূত্রে জানাগেছে।