সাথী দাস, পুরুলিয়া, ১ মার্চ: চিকিৎসা পরিষেবার দাবিতে বাঘমুন্ডির তুন্তুরি-সুইসা অঞ্চলের মানুষ আন্দোলনে নামলেন। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পূর্ণ সময়ের চিকিৎসক ও পরিষেবার দাবিতে গ্রামীণ রাস্তা অবরোধ করেন তাঁরা। দাবি সম্বলিত হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন গ্রামবাসী।
তাঁদের অভিযোগ, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে চিকিৎসক না থাকায় ফার্মাসিস্ট দিয়ে চিকিৎসা চলছে। এছাড়া ওই স্বাস্থ্য কেন্দ্রে পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের। সমাধান না হওয়ায় তাই এবার আন্দোলনে তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঘমুন্ডি থানার পুলিশ এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক। তাঁরা রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য কথা বলেন নেতৃত্বের সঙ্গে। সমাধানের আশ্বাস পেয়ে সাময়িকভাবে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

