স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ এপ্রিল: খোলা আকাশের নিচে ব্যাগভর্তি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের দধিকোটবাড়ি এলাকায়। বুধবার সকালে পথচলতি কয়েকজন মানুষ রাস্তার ধারের জমিতে একটি ব্যাগের মধ্যে ওই বোমা-গুলি দেখতে পেয়ে তড়িঘড়ি হেমতাদাবাদ থানার পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই বোমা-গুলি উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে বোম স্কোয়াড এসে ওই বোমা-গুলিকে নিষ্ক্রিয় করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা জাতীয় যেকোনো দ্রব্য উদ্ধারের ব্যাপারে পুলিশকে নির্দেশ দিয়েছেন কয়েকদিন আগেই। তারপর থেকেই দুই দিনাজপুর ও মালদা জেলায় প্রচুর বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। পাশাপাশি, আগ্নেয়াস্ত্রও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন।
তবে হেমতাবাদের বোমা উদ্ধারের ঘটনা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে। তার কারণ চলতি বছরের জানুয়ারি মাসে পার্সেল বোমা কান্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্যজুড়ে। ওই ঘটনার কিনারায় এখনও সঠিকভাবে করে উঠতে পারেনি পুলিশ। ফলে ফের বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে হেমতাবাদবাসীদের মনে।