অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১২ অক্টোবর: সোনালী চক্রবর্তী-কাণ্ডে কড়া মন্তব্য করলেন প্রাক্তন উপাচার্য তথা ভারতীয় জাদুঘরের অছি পরিষদের সদস্য ডঃ অচিন্ত্য বিশ্বাস।
এই প্রতিবেদককে অচিন্ত্যবাবু বলেন, ”সুপ্রিম কোর্টের রায়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মত দক্ষিণ এশিয়ার অতি প্রাচীন এবং সম্ভ্রান্ত প্রতিষ্ঠানের পক্ষে অত্যন্ত লজ্জাকর। এ রকম একটা মর্যাদার প্রতিষ্ঠানে অজ্ঞানতা অথবা অহঙ্কারের সঙ্গে উপাচার্য পদে জোর করে মনোনয়নের চেষ্টা হয়েছে। হাইকোর্ট এই মনোনয়নকে বেআইনি বলে রায় দেওয়ার পরেও কেন উপাচার্য এবং সরকার সুপ্রিম কোর্টে গেলেন, তা বোধগম্য হচ্ছে না।”
প্রসঙ্গত, সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে গত মাসে অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে তাঁর পুর্ননিয়োগের সিদ্ধান্তও খারিজ করে দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। কারণ তাঁকে পুর্ননিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সোনালি চক্রবর্তী। কিন্তু মঙ্গলবার শীর্ষ আদালতও খারিজ করে দিয়েছে তাঁর আবেদন।