পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: বড়দিনের আমেজ, সাথে মেঘলা আবহাওয়া, সবমিলিয়ে পিকনিকে মজেছে মেদিনীপুরের মানুষ। মেদিনীপুর শহর-সহ সংলগ্ন যেসব পিকনিক স্পটগুলি রয়েছে সমস্ত জায়গায় আমোদপ্রিয় মানুষের ভিড়।
সকাল থেকেই শহর সংলগ্ন কংসাবতী নদী এলাকার সূর্যাস্ত, বাস ব্রিজ, রেল ব্রিজ, গোপগড় ইকোপার্ক, ডিএভি স্কুল ঘাট, ক্ষুদিরাম পার্ক সহ বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছে মানুষ। নিজেদের মতো আনন্দে মেতে উঠেছেন মানুষজন। তবে সব জায়গাতেই রয়েছে পুলিশি নজরদারি। যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার জন্য রেল ব্রিজ সংলগ্ন এলাকায় যেমন রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ, পাশাপাশি রয়েছে রেল পুলিশের নজরদারিও। পুলিশের কড়া নজরদারিতেই জমে উঠেছে পিকনিক স্পটগুলি।