Lagnajita, TMC, BJP, “অনেক জাগো মা হয়েছে এবার একটা সেকুলার গান গা”, শিল্পী লগ্নজিতাকে মঞ্চে হেনস্থা অভিযোগ তৃণমূল নেতা মেহেবুব মল্লিকের বিরুদ্ধে

আমাদের ভারত, ২১ ডিসেম্বর: শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্তার অভিযোগ উঠল এক সংখ্যালঘু তৃণমূল নেতার বিরুদ্ধে। তাকে গান গাইতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিজেপি তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে সাম্প্রদায়িক কারণে শিল্পী হেনস্থা করার অভিযোগ করেছে। প্রাণ হাতে করে লগ্নজিতাকে কলকাতায় ফিরতে হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। ঘটনায় বিজেপি নেতা অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব মল্লিককে গ্রেফতার করার দাবি জানান।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি বেসরকারি স্কুলে লগ্নজিতা অনুষ্ঠান করতে গেলে মঞ্চে উঠে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। প্রথমে কিছু না জানালেও পরে লগ্নজিতা নিজেও এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান।

লগ্নজিতা নিজে এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। তবে ভগবানপুর থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে কেবল জেনারেল ডায়েরি করা হয়েছে। সেখানকার ওসি শাহজাহান হক কেন এফ আই আর কেন করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা।

লগ্নজিতার অভিযোগ পত্রের একটি কপিও তুলে ধরেন শঙ্কুদেব পন্ডা। জানান, অ্যাসল্ট করার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন লগ্নজিতা। লগ্নজিতা নিজেও জানিয়েছেন, মঞ্চে উঠে সরাসরি আক্রমণ করা হয় তাকে। শঙ্কু দেব পান্ডা প্রশ্ন তুলেছেন, কেন ওখানে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করা হয়েছে? এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি?

লগ্নজিতা জানিয়েছে, ৪৫ মিনিট তিনি ঠিকঠাক গান গান। ৮ নম্বর গান গাইতে যাওয়ার আগে এই ঘটনা ঘটে। তার ৭ নম্বর গানটি ছিল, নতুন সিনেমা দেবী চৌধুরানী সিনেমার জাগো মা। এই গানটি শেষ হবার পরই অভিযুক্ত তৃণমূল নেতা মঞ্চে উঠে লগ্নজিতার একেবারে কাছাকাছি এসে বলেন, অনেক জাগো মা হয়েছে। শিল্পী জানিয়েছেন, ওই অভিযুক্ত তাকে মারতে এসেছিলেন বলেই তিনি মনে করেন। লগ্নজিতা জানান, ওই তৃণমূল নেতা তাকে বলেন, “এবার একটা সেকুলার গান গা। “লগ্নজিতা জানান, তারপরেই তিনি অনুষ্ঠান থামিয়ে মঞ্চ থেকে নেমে যান।

মেহবুবের নামে আগেও অভিযোগ রয়েছে বলে দাবি শঙ্কুদেবের। বিজেপি নেতা প্রশ্ন করেন, সেকুলার গানের সংজ্ঞা কী? কেন এই গান সেগুলার নয়? কেন এমন আক্রমণ করতে হলো? তৃণমূল বলে কে কী খাবে, কে কী পরবে, কে কী গাইবে তার স্বাধীনতা থাকা উচিত। তাহলে লগ্নজিতারও স্বাধীনতা থাকতে হয়? নাকি জাগো মা-তে হিন্দুত্ব পেয়েছেন? তাই কোমর বেঁধে নেমে পড়তে হয়েছে এই জিহাদিকে।

এরপর লগ্নজিতা থানায় অভিযুক্তের বিরুদ্ধে জিডি এন্ট্রি করতে যান, ও করেন। বিজেপি নেতার প্রশ্ন, একজন শিল্পী অভিযোগ করছেন, কেনও এফআইআর করা হয়নি? তিনি প্রশ্ন করেন জিহাদি বলে? তৃণমূলের নেতা বলে? বেআইনি কারবার বলে? কোটি কোটি টাকা নয় ছয় করে বলে? থানার সঙ্গে সংযুক্ত বলে? ওসি যুক্ত বলে? শঙ্কুদেবের দাবি, এইসব লোকেদের দিয়ে এই উপদ্রুত অঞ্চল বাংলাদেশের জিহাদিদের মুক্তাঞ্চল কেন বানাচ্ছে তৃণমূল? এর আগেও লোকটি ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ উঠেছে। জাগো মা গানটি কোনো ভাবেই ধর্মীয় নয়। এটা কি সেকুলার নয়? সেকুলারিজম মানে কী? জাগো মা গেয়েছে বলে শিল্পীকে আক্রমণ করবেন? কোন বাংলায় রয়েছি আমরা?

যদিও এই ঘটনার পরপরই সকালে অভিযুক্ত তৃণমূল নেতা মেহেবুব মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে কাজে গাফিলতির অভিযোগ ওঠা ভগবানপুর থানার ওসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *