পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: “আমার নামেও সব থানায়, সব কোর্টে কেস আছে”, শুধু বিজেপিকে দুর্বল করে দেওয়ার জন্য এইসব মিথ্যে কেস দেওয়া হচ্ছে। শনিবার মামলা সংক্রান্ত বিষয়ে মেদিনীপুর জেলা আদালতে এসে এই কথাগুলি বলেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, বিজেপি কর্মীদের বিরুদ্ধে প্রায় ৪২ হাজার মামলা হয়েছে গত ৬-৭ বছরে। আর তাতে কয়েক লক্ষ বিজেপি কর্মীকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। তার মধ্যে শুধু বীরভূমেই ৭৩১ টা এনডিপিএস কেস হয়েছে। তার মধ্যে বেশিরভাগই বিজেপির কর্মীদের বিরুদ্ধে। তারা এখন অনেকে জেলে আছে, অনেকে বাড়ি ছাড়া, অনেকে আবার রাজ্যের বাইরে চলে গেছে। শুধু বিজেপিকে দুর্বল করে দেওয়ার জন্য এই সব করা হচ্ছে।
আমার নামেও সব থানায়, সব কোর্টে কেস আছে। এবং আমার সঙ্গেও বেশকিছু লোকের কেস আছে। একবার হাজির হলে মামলাটা কলকাতার বিধাননগরে বিশেষ আদালতে চলে যাবে। প্রায় সব আদালতে আমাকে ঘুরে ঘুরে যেতে হয়। কে কেস করেছে, কেন করেছে জানি না। শনিবার মামলা সংক্রান্ত বিষয়ে মেদিনীপুর জেলা আদালতে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মেদিনীপুর লোকসভার সংসদ দিলীপ ঘোষ।