Jagannath, BJP, “কেন তাহলে এত কোলাহল ম‍্যাডাম, সেই যদি….”, প্রশ্ন বিজেপি-র জগন্নাথের

আমাদের ভারত, ৩০ আগস্ট: “একেই বলে ভাবের ঘরে চুরি করা। তৃণমূল কংগ্রেস দাবি করছে, No SIR. কিন্তু নির্বাচন কমিশনের খাতায় তারা Yes SIR করে দিয়েছে। প্রেজেন্ট প্লিজও করে দিয়েছে।” শনিবার এক্সবার্তায় এই দাবি করেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সবার্তা যুক্ত করে জগন্নাথ প্রশ্ন তুলেছেন, “কেন তাহলে এত কোলাহল ম‍্যাডাম? সেই যদি……….”।

তিনি লিখেছেন, “গতকাল সিইও দফতরের দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাঁচটি জেলায় বিএলএ-১ নিযুক্তি দিয়েছে। জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর।

পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তালিকা জমা দিলেও কমিশনের অনুমোদিত ফর্মে দেয়নি। যার মানে হল সরকারি ভাবে তৃণমূল নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে যোগ দিয়েছে। কারণ, SIR এর জন্যই কমিশন নিজেরা বিএলও নিয়োগ করছে এবং রাজনৈতিক দলগুলির কাছে বিএলএ-১- এর তালিকা চেয়েছে।

তৃণমূল বুঝেছে, সংবিধান স্বীকৃত এসআইআর মেনে না নিলে সাংবিধানিক ব‍্যবস্থাতেই ব‍্যবস্থাগ্রহণ হবে। তাই বাইরে ক‍্যাডার খেপিয়ে চমকানি ভিতরে হাত কচলানির পথেই তৃণমূল। হিম্মত থাকলে তৃণমূল কংগ্রেস বিএলএ-১ প্রত‍্যাহার করে নিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *