আমাদের ভারত, ২৫ আগস্ট: বেশ কয়েক দিন ধরে বিজেপি বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সেই ইস্যুতেই রাহুল গান্ধীকে পরিসংখ্যান তুলে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।
ভোট চুরি নিয়ে কেঁদে কুল পাচ্ছে না কংগ্রেস। যদিও শতাংশের হারে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গত ৩৫ বছরে সবথেকে বেশি ভোট পেয়েছে কংগ্রেস। সম্ভবত রাহুল গান্ধীকে কেউ এ কথা জানায়নি, সোমবার কংগ্রেসকে ভোটচুরি নিয়ে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতা।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি গ্রাফিক্স কার্ডসহ তথ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানে তিনি বলেন, কংগ্রেস কাঁদছে ভোট চুরি নিয়ে। কিন্তু ২০২৪ সালের শতাংশের হার গত ৩৪ বছরে সব থেকে বেশি ভোট পেয়েছে কংগ্রেস। মনে হয়, রাহুল গান্ধীকে এই কথা কেউ জানাননি।
সঙ্গে গ্রাফিক্স কার্ডে পদ্ম নেতা দাবি করেছেন, ১৯৮৯ সালে নির্বাচনে ৩৯.৫৩ শতাংশ ভোট পেয়েছিল নেহেরু গান্ধীর দল। সেখানে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ৪১.৩৩ শতাংশ ভোট পেয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কান্ডারী দলটি।
গত ৭ আগস্ট ভোটের তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন, মোট ছয় রকমের ভোট চুরি হচ্ছে। এমনকি ২০২৪- এর লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোট চুরি করে জিতেছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হয়েছেন রাহুল। এমনকি ভোটমুখী বিহারে রবিবার থেকে ভোট অধিকার যাত্রা শুরু করছেন তিনি।