স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ সেপ্টেম্বর: দিনে দুপুরে এক স্কুল ছাত্রীর কাছ থেকে নগদ কুড়ি হাজার টাকা, একটি মোবাইল ফোন ও নথিপত্র চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয় থানায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার রামনগর কৃষ্ণ কালিতলা এলাকায়।
সূত্রের খবর, কৃষ্ণ কালিতলার বাসিন্দা নেকমালী শেখ। পেশায় তাঁতি। জানা যায় এদিন তার মেয়ে রূপসা খাতুনকে নগদ কুড়ি হাজার টাকা দিয়ে ব্যাঙ্কে জমা দিতে বলে। সেইমতো একাদশ শ্রেণির ছাত্রী রূপসা খাতুন সাইকেলে করে একটি ব্যাগ নিয়ে ব্যাঙ্কের উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, কৃষ্ণ কালিতলার কাছে আসতেই পিছন থেকে বাইকে করে দুই যুবক হঠাৎ ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। জানা যায়, ওই ব্যাগে নগদ কুড়ি হাজার টাকা, একটি মোবাইল এবং ব্যাঙ্কের নথিপত্র ছিল। তবে চিৎকার-চেঁচামেচি করার আগেই বাইকের গতি বাড়িয়ে উধাও হয়ে যায় ওই দুই ছিনতাইকারী।

এরপরই ওই স্কুলছাত্রী পরিবারকে জানালে পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত গ্রেফতার হয়নি। যদিও দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।


