সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৬ জুন: আমফান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চায়েত সদস্য ছেলেকে মারধর।
উত্তর ২৪ পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের শুকপুকুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্যের গোপাল দের বিরুদ্ধে অভিযোগ, আমফানে ক্ষতিপুরানের তালিকায় একই পরিবারের দুইজন ক্ষতিপূরণ পেয়েছে এরকম বাড়ি থাকলেও অনেকে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পায়নিl দুর্নীতির অভিযোগ তুলে গ্রামের মহিলারা ঝাঁটা জুতো নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

পঞ্চায়েত সদস্য গোপাল দে কে না পেয়ে তাক্বর ছেলে উত্তম দে কে মারধর করে গ্রামবাসীরাl যদিও গ্রামবাসীরা জানিয়েছেন উত্তম দে তার মাকে মারধর করছিলো বলেই তাকে মারধর করা হয়েছে।

অন্যদিকে পঞ্চায়েত সদস্য গোপাল দে জানিয়েছেন, তিনি কোনও রকম দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং গ্রামের বাসিন্দারা তাঁর ছেলেকে মারধর করেছেl

