পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: রামজীবনপুর পৌরসভার ন’ নাম্বার ওয়ার্ড শেরবাজ পালপাড়া এলাকায় পাশাপাশি থাকা নারায়ণ ও শীতলা মন্দিরে চুরি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, গতকাল রাতে চুরি হয়েছে দুটি মন্দিরে বলে অনুমান স্থানীয়দের। সকালে ওই মন্দিরের সেবাইতরা মন্দিরে আসলে দেখতে পায় দুটি মন্দিরেরই চাবি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে এবং অগোছালো অবস্থায় রয়েছে মন্দিরের ভেতরে থাকা নারায়ণ ও শীতলার মূর্তি। নারায়ণ মন্দরে নারায়ণের গায়ে থাকা রুপার পৈতে এবং শীতলা মন্দিরে প্রণামী বাক্স থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা চুরি গেছে। এর আগে ওই মন্দিরে বারংবার চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করছেন মন্দিরের সেবাইতরা। মন্দিরে রয়েছে একাধিক সোনা ও রুপার গয়না। বেশ কয়েকদিন আগেই ওই এলাকাতেই চুরি গিয়েছিল বেশ কয়েকটি মন্দিরে। যার কারণে দুটি মন্দির থেকে সোনা ও রুপোর গয়না প্রায় সরিয়ে ফেলেছেন মন্দির কর্তৃপক্ষ। হয়তো সোনা ও রুপোর গয়না চুরি করার উদ্দেশ্য নিয়ে এসেছিল দুষ্কৃতিরা বলে প্রাথমিকভাবে অনুমান সেবাইতদের।
তবে বারংবার ওই এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে প্রশাসনকে চুরির ঘটনার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের সেবাইতরা।