স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত , নদিয়া, ১৪ ফেব্রুয়ারি: ফের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। সময় মতন জেগে যাওয়ায় চোরেরা বিগ্রহের সামান্য কিছু গহনা নিয়ে চম্পট দেয়।
সূত্রের খবর, শুক্রবার ভোরে শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রায় পাড়ার রায় বাড়ির মন্দিরে হানা দেয় চোরেরা। অভিযোগ, আনুমানিক ভোর ৫ টা নাগাদ বাড়ির গৃহবধূ মন্দিরের দরজা খোলা দেখে চিৎকার করলে চম্পট দেয় চোরেরা। চলতি বছরে এই নিয়ে দুই বার চুরির ঘটনা ঘটলো এই রায় বাড়ির মন্দিরে। ঘটনার তদন্তে পুলিশ।