সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ৯ ডিসেম্বর:
ভর দুপুরে জনবহুল এলাকায় বাড়ির তালা ভেঙ্গে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। কাগজ কুড়ানির বেশে এসে পরপর দুটি তালা ভেঙ্গে নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার গহনা
নিয়ে চম্পট দিল চোর।সোমবার দুপুরে দুঃসাহসিক এই ঘটনাটি
ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার তালতলা এলাকায়।পরপর চুরির ঘটনায়
আতঙ্কিত সীমান্ত শহরবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক সাধন কুমার রায় মুদি ব্যাবসায়ী। প্রতিদিনের মতো এদিনও সকাল সকাল দোকানে চলে যান।১১টা নাগাদ তার স্ত্রী ঘরে তালা ঝুলিয়ে বাজার
করতে বাড়ি থেকে বেরিয়ে যান। ঘন্টা খানেক পরে বাড়ি ফিরে দেখেন এক কাগজ
কুড়ানি তার বাড়ি থেকে
তাড়াহুড়ো করে বেড়িয়ে
যাচ্ছে। ঘরে গিয়ে দেখেন গ্রিলের তালা
ভাঙ্গা, ঘরের আলমারি খোলা, লণ্ডভণ্ড আলামারিতে রাখা কাপড়।
পড়ে রয়েছে গয়নার
ফাঁকা বাক্স। সোনা-রূপোর গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকার গয়না খোয়া
গিয়েছে। চুরির খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা জানান, এর আগেও এই এলাকায় চুরি হয়েছে।যার কিনারা এখনও পুলিশ
করতে পারেনি। প্রশ্ন উঠছে বনগাঁ থানার
পুলিশের ভূমিকা নিয়ে। এই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ
দায়ের করেছেন বাড়ির মালিক সাধন বাবু। এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।