স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ নভেম্বর: জেলা পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে সাব রেজিস্ট্রার অফিসে চুরির ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হল নদিয়ার কৃষ্ণনগরে। রাতের অন্ধকারে অফিসের মূল দুটি গেটের তালা ভেঙ্গে দুষ্কৃতীরা প্রবেশ করে অফিসের ভেতরে। এরপর বেশ কয়েকটি আলমারির তালা ভেঙ্গে লুটপাট চালায় বলে অভিযোগ সাবরেজিস্ট্রার অফিসের আধিকারিকদের।
জানা যায়, শুক্রবার সকালে অফিসে চুরির ঘটনা ফোনের মাধ্যমে জানানো হয় সাব রেজিস্ট্রার অফিসের আধিকারিককে। দুষ্কৃতিরা তালা ভেঙ্গে অফিসে ঢোকার পর সিসিটিভির তার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। পাশাপাশি তিনি পৌঁছবার পর বেশ কয়েকটি আলমারি তালাভাঙ্গা অবস্থায় দেখতে পান বলে দাবি করেন অফিসের আধিকারিক। তবে কোনো টাকা পয়সা বা জিনিসপত্র চুরি হয়নি বলে প্রাথমিকভাবে মনে করছেন তিনি। যদিও এই ঘটনায় গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র খোয়া গিয়েছে কিনা সেই সম্পর্কে এখনই কিছু জানাতে পারেননি সাব রেজিস্ট্রার অফিসের আধিকারিকরা। তবে এক গোছা চাবি অফিসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন অফিসের আধিকারিকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। তবে কি কারণে এই চুরির ঘটনা ঘটলো, বা এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। সাব রেজিস্ট্রার অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে জেলা পুলিশ সুপারের অফিস। এছাড়াও কিছুটা দূরে রয়েছে কালেক্টারি বা ডিএম অফিস ছাড়াও এসপি সহ জেলা প্রশাসনিক আধিকারিদের বাসভবন। এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো তা নিয়ে ও সার্বিক সুরক্ষা নিয়ে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ ফেলেছে জেলা প্রশাসনিক আধিকারিকদের।