সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ ডিসেম্বর: শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় সমবায় বিপনিতে রাতের অন্ধকারে তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। চুরি গেছে আনুমানিক সত্তর হাজার টাকা ও কিছু মালপত্র। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

দুষ্কৃতীরা ক্যাশ বাক্স থেকে আনুমানিক সত্তর হাজার টাকা সহ কিছু মালপত্র চুরির সঙ্গে বিপনির দুই নৈশ প্রহরীর সাইকেল দুটিও নিয়ে পালায়। বিপনির দোতলায় তালা ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে ও নৈশ প্রহরীদের দুটি সাইকেল নিয়ে পালিয়ে গেলেও নৈশ প্রহরীরা কোনও টের পায়নি, যা নিয়ে জোর সমালোচনা চলছে। এছাড়াও শহরে নৈশকালীন পুলিশি পাহারা ও পুলিশ পেট্রলিং- এর ব্যবস্থা রয়েছে। তা সত্বেও শহরের প্রাণকেন্দ্র ও প্রধান রাস্তায় এভাবে চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে।
সমবায় বিপনির চেয়ারম্যান বিশ্বনাথ চট্টোপাধ্যায় জানান, বিপনির দোতলায় কাপড় ও কসমেটিকস বিভাগের দুটি ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা ও বেশ কিছু সামগ্রী চুরি গেছে। দোতলায় ওঠার রেলিং ও কাঠের কাবার্ডে চাবি ভেঙ্গে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে। কিছু জিনিস পত্র চুরি গেছে বলে অনুমান। শনিবারের সেলের টাকা রাখা ছিল। হিসাব না দেখা পর্যন্ত কত টাকা চুরি গেছে বলা যাবে না। নৈশ প্রহরী দু’জন ঘটনার কোনও টের পায়নি। তাদের সাইকেল দুটিও চুরি গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

