স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৩ আগস্ট: উত্তর দিনাজপুর জেলা গোয়ালপোখর থানার সাহাপুর বাজারে মোটরবাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। স্থানীয় মানুষ তাকে বেধরক মারধর দেয় বলে অভিযোগ। গতি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাহাপুরের কাপড় ব্যাবসায়ী নৌসাদ আলম তাঁর মোটরবাইকটি রেখে দোকানদারি করছিলেন। গোয়ালপোখর ব্লকের বড়গজ এলাকার বাসিন্দা পারভেজ আলম সেই মোটরবাইক নিয়ে যাবার সময় স্থানীয় মানুষের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই সে চুরির কথা স্বীকার করে। শুরু হয় গণধোলাই। কাছেই গতি পুলিশ ফাঁড়ি। খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। পুলিশী তদন্ত শুরু হয়েছে।

