নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২১ অক্টোবর:
জনসংযোগ বাড়াতে রাজ্যজুড়ে বুক স্টল করছে যুব মোর্চা। বৃহস্পতিবার থেকেই এই বুক স্টলগুলি খোলা শুরু হয়ে যাবে। যুব মোর্চার বুক স্টলে শ্যামাপ্রসাদ মুখার্জি, দিনদয়াল উপাধ্যায় সহ সংঘের বই পাওয়া যাবে। পাওয়া যাবে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর লেখা বই। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা বিভিন্ন বই পাওয়া যাবে।
সামাজিক দূরত্ব বজায় রেখেই বুক স্টলগুলি খোলার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন বুক স্টলগুলিতে স্যানিটাইজার ও মাক্স থাকবে। দলের আগামী দিনের ভাবনা চিন্তা ও মতাদর্শ মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা এই বুক স্টলগুলি খুলছি।