আমাদেরভার, ঘুটিয়ারিশরীফ, ৪ অক্টোবর: চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির দক্ষিন মাখালতলা এলাকায়। নিহতের নাম মারফৎ লস্কর(২৮)। ঘটনার খবর পেয়ে ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মারফৎ নিজেও একজন পুরাতন অপরাধী। চুরির অপরাধে একাধিকবার জেলও খেটেছে। এলাকায় নেশাখোর হিসেবেও তার পরিচিতি ছিল। রাতে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে ধরে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। লাঠি, রড দিয়ে পেটানো হয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারফতের। ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। যদিও মারফতের পরিবারের সদস্যদের দাবি, আগে চুরি করলেও এদিন সে দিদির বাড়িতে এসেছিল। সেখান থেকেই রাতে বাড়ি ফেরার পথে তাকে পরিকল্পনা করে এলাকার কয়েকজন যুবক মারধর করে। লাঠি, রড দিয়ে পিটিয়ে খুন করে তাকে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। ঘটনায় মূল অভিযুক্তরা পলাতক। তবে তিন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।