RPF, Chandrakona, চন্দ্রকোনায় আরপিএফ- এর সহযোগিতায় ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন যুবক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আরপিএফ- এর সহযোগিতায় ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যাগ ফিরে পেল যুবক।

জানাগেছে, হারিয়ে যাওয়া ব্যাগের মালিকের নাম সুব্রত দেবনাথ, বাড়ি কলকাতায়, কর্মসূত্রে তিনি অরণ্যক এক্সপ্রেসে বাঁকুড়া যাচ্ছিলেন। সেই সময় শালবনী স্টেশন ঢোকার আগে ট্রেন থেকে কোনক্রমে তার ব্যাগটি পড়ে যায়। এরপর তিনি আরপিএফের হেল্প লাইন নাম্বার ১৩৯- এ ফোন করেন। তৎক্ষণাৎ আরপিএফ- এর এসআই জি মাঝির সহযোগিতায় সেই ব্যাগ উদ্ধার করা হয়। এরপর চন্দ্রকোনা রোড রেল স্টেশনে সুব্রত দেবনাথের হাতে ব্যাগটি আরপিএফ- এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *