টানা ৯ দিন সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন মালদার যুবক

আমাদের ভারত, মালদা, ৩০ এপ্রিল: টানা ৯ দিন সাইকেল চালিয়ে মালদায় নিজের বাড়িতে ফিরলেন এক যুবক। তবে বাড়ি ফেরার আগেই তিনি যান হাসপাতালে। সেখানে পরীক্ষা করিয়ে বাড়ি যান এবং চিকিৎসকের কথামতো তিনি হোমকোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন।

ঝাড়খান্ড থেকে মালদার আড়াই ডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় এক শ্রমিক নাম মধু সরকার। টানা ৯ দিন সাইকেল চালিয়ে উপস্থিত হলেন মালদায়। প্রথমে তিনি মালদার মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তাঁকে পরীক্ষা করে ডাক্তার ১৪ দিন হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। এখান থেকে তিনি আড়াই ডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলে মালদার মহানন্দা পল্লীতে কিছু যুবক তাকে আটকায়। রবি সরকার বৈধ সব কাগজপত্র দেখান। তিনি জানান, কিছু খাওয়া-দাওয়া করেনি তখন সেই যুবকরা কিছু টাকা পয়সা তুলে তাঁর হাতে তুলে দেয়। রবি সরকারের কাছ থেকে গ্রামের পঞ্চায়েত সদস্যের ফোন নম্বর নিয়ে যুবকরা তাঁকে সম্পূর্ণ ঘটনাটি জানান এবং যাতে তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখা হয় তা বলেন। আড়াইডাঙার পঞ্চায়েত সদস্য প্রতিশ্রুতি দিলে ছেলেটিকে আড়াই ডাঙ্গার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। টানা ৯দিন সাইকেল চালানোর পর মধু সরকার বাড়িতে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে।

তিনি আরও বলেন, সব সরকারি নিয়ম মেনে তিনি হোম কোয়ারেন্টিনে থাকবেন, যাতে তার পরিবার এবং তিনি সুস্থ থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *