পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: চুরি করে হলো না শেষ রক্ষা। পালাতে গিয়ে স্থানীয়দের তাড়া খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল চোরের। মৃতের নাম শেখ জাকির। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার চকবসান এলাকায়। ঘটনায় আহত হয়েছে শেখ আবু হুরা়ই নামে এক যুবক। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ৮ নম্বর পিন্ডরুই অঞ্চলের উপলদা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কয়েক মাস ধরে পিংলা থানার উপলদা এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছিল। সেই অনুযায়ী গ্রামবাসীরা রাতে পাহারা দিচ্ছিলেন। সেই সময় পাঁশকুড়া থানার পুলশিটা গ্রাম থেকে দুই যুবক বাইকে করে একটি ইলেকট্রিক মোটর চুরি করে পিংলা থানার উপলদা গ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় উপলদা গ্রামের রাত পাহারাদাদের নজরে পড়ে যায় তারা। সন্দেহ হওয়ায় তারা ওই দুই চোরকে পিছনে তাড়া করতে শুরু করে। তাড়া খেয়ে দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে ওই দুই যুবক। সেই সময় রাতের অন্ধকারে রাস্তার বাম্পারের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় আহত হয় বাইকে থাকা অন্য যুবক। তাদের রক্তাক্ত অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত এক যুবক ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মোটরটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পিংলা থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডেবরার এসডিপিও গোবিন্দ শিকদার।

