আমাদের ভারত, হাওড়া, ২ সেপ্টেম্বর: বাজারে বিক্রি হওয়ার সময় মৎস্য বিক্রেতার কাছ থেকে তিল কাছিম কিনে জলাশয়ে ছেড়ে দিল বাগনানের এক যুবক।
জানাগেছে, বুধবার সকালে বাগনানের মুরলীবাড় এলাকার বাজারে যান স্থানীয় বাসিন্দা অনির্বাণ সামন্ত। তিনি লক্ষ্য করেন, এক মৎস্য বিক্রেতা আনুমানিক ২ কেজি ওজনের একটি তিল কাছিম বিক্রি করছেন। বিষয়টি তার নজরে আসার পরে অনির্বাণ বাবু প্রথমে মৎস্য বিক্রেতাকে তিল কাছিম বিক্রি করতে নিষেধ করেন। এমনকি যদি দিনে বিক্রি করেন তাহলে আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন বলেও সাবধান করেন।

যদিও মৎস বিক্রেতা বলেন, তিনি অত্যন্ত গরিব এবং টাকা দিয়ে তিল কাছিম কিনেছেন সুতরাং এটাকে দিয়ে দিলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এর পরেই অনির্বাণ সামন্ত নিজের পকেট থেকে ২০০ টাকা দিয়ে তিল কাছিমটি কিনে নেন এবং সেটিকে জলাশয়ে ছেড়ে দেন। বাজার থেকে তিল কাছিমকে উদ্ধার করে জলাশয় ছেড়ে দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনির্বাণ সামন্ত। তিনি বলেন, যদি সঠিক সময়ে বাজারে না পৌছাতাম তাহলে তিন কাছিমটিকে বাঁচানো সম্ভব হত না।


