রাজ্যের স্বীকৃতিহীন মাদ্রাসার সমীক্ষার নির্দেশ যোগী সরকারের

আমাদের ভারত, ১ সেপ্টেম্বর:
অসমে দেশ বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে বুলডোজার দিয়ে একটি মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকার। এবার উত্তরপ্রদেশে মাদ্রাসার ক্ষেত্রেও বড় পদক্ষেপ করল যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার স্বীকৃতিহীন মাদ্রাসাগুলি নিয়ে একটি সমীক্ষার নির্দেশ জারি করেছে।

রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এই সমীক্ষা বলে দাবি করেছে সরকার। তবে মনে করা হচ্ছে সরকার স্বীকৃতিহীন মাদ্রাসার ফান্ড কোথা থেকে আসছে তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা। স্বীকৃতিহীন বিভিন্ন মাদ্রাসা কোথা থেকে টাকা পায় তার খোঁজ নিতে চাইছে যোগী সরকার, বলেই এই সমীক্ষা চালানো হবে বলে মনে করা হচ্ছে।

উত্তর প্রদেশ সরকারের শিক্ষা বিভাগের উপসচিব শাকিল আহমেদ সিদ্দিকী সম্প্রতি এই আদেশ জারি করে বলেছেন ১০ সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষার জন্য একটি দল গঠন করা হবে, যার মধ্যে সংশ্লিষ্ট তহশীলের ডেপুটি ম্যাজিস্ট্রেট, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এবং জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিক থাকবেন। সমীক্ষা কাজ ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে এবং ২৫ অক্টোবরের মধ্যে সরকারের কাছে রিপোর্ট পেশ করতে হবে।

সমীক্ষায় স্বীকৃতিহীন মাদ্রাসার প্রতিষ্ঠার বছর, জমির বিবরণ, ভবনের অবস্থা, শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা, পাঠক্রমের খরচের উৎস ইত্যাদির বিবরণ থাকবে। সমস্ত স্বীকৃতিহীন মাদ্রাসাগুলোতে সমীক্ষা চালালে রাজ্যের মাদ্রাসার সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে, যা থেকে জানা যাবে, রাজ্যে কত ধরনের মাদ্রাসা রয়েছে? মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই সমীক্ষার উদ্যোগ।

যোগী সরকারের মাদ্রাসা বিষয়ক মন্ত্রী দানিশ আজাদ আনসারি বলেন, সরকারের এই সমীক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সংখ্যা জানা, যাতে শিক্ষা ক্ষেত্রে সরকারের পক্ষে পরিকল্পনা করা সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *